https://pkfsc.edu.bd/assets/filemanager/banners/" class="img-responsive" alt="Slider">

অধ্যক্ষ এর বাণী

“স্ব-অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত” শ্লোগানকে উপজীব্য করে জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ২০১১ সালে রায়পুর উপজেলায় পশ্চিম রাখালিয়ায় অবহেলিত বিপুল জনগোষ্ঠীর বহু কাঙ্খিত শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ করে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পূর্ণ করেরছে দশটি সাফল্যময় স্বর্ণালি বছর। শান্তি-শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম পরিচালনা, অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষা সহায়ক কার্যক্রমে এ কলেজের স্বাতন্ত্র ও সাফল্য আজ সর্ব মহলে প্রশংসিত। গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারের বাস্তবমূখী শিক্ষার পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। শিক্ষঙ্গণের তমসাচ্ছন্ন চাদর ভেদ করে আলোর এই সূর্য এনেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও ব্যবসায় শিক্ষা বিভাগের পথিকৃৎ, ঢাকা কমার্স কলেজের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ এবং Bangladesh University of Business and Technology (BUBT) এর উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী। তাঁর নিবিড় তত্ত্বাবধানে এবং দিক নির্দেশনায় এগিয়ে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা, মনন, দক্ষতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তারা জাতির প্রত্যাশা পূরণে সদা সচেষ্ট থাকবে। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রতিটি সেকশনে মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে অনধিক ৪০-৪৫ জন শিক্ষার্থীর পৃথক আসনের সুব্যবস্থা রয়েছে। প্রতি পর্ব পরীক্ষা শেষে আসন পুনর্বিন্যাস শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিযোগিতার সৃষ্টি করে। শ্রেণির পাঠ শ্রেণিতেই সম্পন্ন হয়, তাই শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। যথা সময়ে সিলেবাস সম্পন্ন করতে আমরা প্রণয়ন করি একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা। শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশে প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে এবং বিজ্ঞান মনষ্ক সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানে কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে ভোকেশনাল শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দক্ষ্য মানবশক্তি বিনির্মাণে ও কারিগরী শিক্ষা প্রসারে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি শুরু হতে যাচ্ছে।
শিক্ষার্থীরা পুরো বছর ধরে অভ্যন্তরীণ ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধূলায় অংশগ্রহণ করে প্রতিভা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। বিভিন্ন জাতীয় দিবসে আয়োজন করছে বহুবিধ বর্ণাঢ্য অনুষ্ঠানা। সাহিত্য অঙ্গণে এ কলেজের শিক্ষার্থীদের পদচারণা প্রশংসনীয়। শিক্ষার্থীদের লিখনী শক্তিকে ধারালো করতে প্রতিবছর বের হচ্ছে চমৎকার লেখা সংবলিত বার্ষিকী “গুবাক তরু”।
আমাদের সকল কাজে ও চিন্তার নিরন্তন সমর্থন এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে কলেজ গভর্ণিং বডি ও স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। কলেজের অগ্রযাত্রার পথ সচল রেখেছেন আমাদের সুযোগ্য, আন্তরিক ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম এই ক্যাম্পাস, সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞানাগার, সুন্দর মসজিদ ও ছাত্র-ছাত্রীদের পৃথক আবাসিক ব্যবস্থাপনা সকলকে অভিভূত করছে।
বোর্ড পরীক্ষার ফলাফলে আমাদের অবস্থান অত্যন্ত গৌরবের। প্রতিষ্ঠার পর থেকে অত্র প্রতিষ্ঠানটি জেএসসি, এসএসসি ও এইচএসসি পাবলিক পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় শীর্ষস্থান ও কুমিল্লা বোর্ডে অন্যতম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, শ্রেষ্ঠ স্কুল শিক্ষক, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয় ২০১৯ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়। আপনার জেনে আনন্দিত হবেন যে, অত্র উপজেলায় উচ্চশিক্ষা বিস্তারে আমাদের অনার্স খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে।
সকলের দোয়া ও সহযোগিতায় আগামী দিনে প্রতিযোগিতা করে আমরা দেশের সেরাদের তালিকায় নিজেদের স্থান করে নিবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন। (আমিন)

মো. নুরুল আমিন
অধ্যক্ষ

নোটিশ বোর্ড