https://pkfsc.edu.bd/assets/filemanager/banners/" class="img-responsive" alt="Slider">

স্কুল শাখা

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রিয় অভিভাবক!
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন লক্ষ্মীপুর জেলার অন্যতম স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লক্ষে আবেদন ফরম বিতরণ চলছে।

 ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমা সংক্রান্ত তথ্য :
১ নভেম্বর ২০২৩ খ্রি. থেকে ২৩ নভেম্বর ২০২৩ খ্রি. পর্যর্ন্ত (সরকারী ছুটি ও শুক্রবার ব্যতীত) প্রতিষ্ঠানের অফিস হতে ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও পূরণকৃত আবেদন ফরম জমা দেয়া যাবে।

 ৬ষ্ঠ শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্দেশনা :
২৫ নভেম্বর ২০২৩ খ্রি. সকাল ১০ ঘটিকায় ভর্তির সাক্ষাৎকার/লটারি অনুষ্ঠিত হবে। নিবার্চিত শিক্ষার্থীরা ২৬ নভেম্বর ২০২৩ খ্রি. থেকে অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

 ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্দেশনা :
শুধুমাত্র স্বল্প সংখ্যক শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরবতীর্তে জানানো হবে।

ভোকেশনাল শাখায় ৯ম শ্রেণিতে সরাসরি ভর্তি চলছে



ভর্তির জন্য প্রয়োজনীয়:
(ক) শিক্ষার্থী ও অভিভাবকের সদ্য তোলা ২ কপি পিপি সাইজের ছবি।
(খ) শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি।
(গ) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
(ঘ) পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কতৃর্ক প্রত্যয়নপত্র/ছাড়পত্রের মূলকপি।



ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
০১৬৩৮০৪০৩৯১, ০১৭৩০৫৮৬৪২৬


(সহ: অধ্যাপক মো. সাইফুল ইসলাম)
প্রধান শিক্ষক
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল

নোটিশ বোর্ড