নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দৈনিক মানবজমিন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. (পৃষ্ঠা: ০৫) এ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট
প্রতিষ্ঠাতা: প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী
(প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ঢাকা কমার্স কলেজ)
-------------------------------------------------------------------------------------------------
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান (প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, কেএফএসসি শিশুকানন ও কাজী হাসানুজ্জামানঅজিউল্লাহ মাদ্রাসা) নিম্ন বর্ণিত পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হলো।
১। প্রভাষক: আইসিটি, ইংরেজি (সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স/সমমান ২২,০০০ — ৫৩,০৬০/—)
২। জুনিয়র প্রভাষক: গনিত, ইংরেজি, বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীব) (সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/সমমান ১৮,৫০০ — ৪৪,৫৩০/—)
৩। জুনিয়র ইন্সট্রাক্টর: গনিত, আইসিটি (সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/অনার্স/সমমান ১৬,০০০— ৩৮,৬৪০/—)
৪। সহকারী শিক্ষক: আইসিটি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি (ডিপ্লোমা/ডিগ্রি/অনার্স/সমমান বিএডসহ ১৬,০০০ —
৩৮,৬৪০/— বিএড ছাড়া ১৪,০০০ — ৩৩,৬৯০/—
৫। সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা): (ডিগ্রি/অনার্স/সমমান ১০,২০০/—)
৬। হাফেজ: (হুফ্ফাজুল কুরআন প্রশিক্ষন প্রাপ্ত ১০,০০০/—)
৭। গার্ড: (৮ম/সমমান ৯০০০/—) সকল ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বেতন স্কেলের সাথে ৫+৫% CPF, দুটি ঈদ বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও আবাসিক সুবিধা আছে। শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
প্রার্থীকে চেয়ারম্যান বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, ২(দুই) কপি পি.পি সাইজের ছবি, এনআইডি ফটোকপি এবং (১-২ নং পদ) ৫০০ টাকা, (৩-৪ নং পদ) ৪০০ টাকা, (৫-৭ নং পদ) ৩০০ টাকা,
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট, হিসাব নং-২০৫০২০৫০১০০২৭১৬১০, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ধানমন্ডি শাখা (ইসলামি ব্যাংক এর যেকোন শাখা হতে অনলাইনে) জমাদান পূর্বক ব্যাংক জমা রশিদ সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি/ই-মেইলের মাধ্যমে আগামী ২১ মার্চ ২০২৪ খ্রি. মধ্যে আবেদনপত্র পাঠানোর জন্য আহ্বান করা হলো। আবেদন পত্রের সাথে অবশ্যই মোবাইল নম্বর দিতে হবে। (ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।)
চেয়ারম্যান, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, রাখালিয়া, রায়পুর, লক্ষ্মীপুর, মোবাইল: ০১৭১৭২৫২৯৯০, ০১৮৫৮১৭৬০০৯,
E-mail: kfscbd@yahoo.com
